নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় সংঘবদ্ধ দালালরা ফের সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানব পাচারের জন্য যাত্রী জড়ো করতে শুরু করেছে। রোববার রাতে মালয়েশিয়া যাত্রাকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের ফুলের মুখ এলাকা থেকে
ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এরা হলেন-সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোয়ালিয়া এলাকার মৃত বাবর আলীর ছেলে মো. সাহাদুল ইসলাম (৪৫), মৃত আব্দুল লতিফের ছেলে মো. জাকির হোসেন (৩০), ইকরাম সরদারের ছেলে মো. ইসমাইল হোসেন (৩২), আরিজুল ইসলামের ছেলে মো. জাকির হোসেন (২৪), একই জেলার তালা উপজেলার কানাইদিয়া এলাকার কমর উদ্দিনের ছেলে মো. মোহসিন (২৯) ও আড়–য়াখালী এলাকার মৃত মজিবুর রহমান সরদারের ছেলে মো. মোখলেছুর রহমান (২২)।
বিজিবি’র টেকনাফ-৪২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মো. শফিকুর রহমান জানান, সাবরাং বিওপি’র নায়েব সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে বিজিবি’র টহল দল ফুলের মুখ এলাকা থেকে ওই ছয়জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য মতে নয় দালালকে পলাতক আসামি দেখিয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছে বিজিবি।
এ নয় দালাল হলেন- সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার মৃত মোজাফফর আহমেদের ছেলে মো. গুরা মিয়া (৩৫), মৃত ইমাম শরিফের ছেলে মো. ডাইলা (৪২), ফোয়াংছড়ি এলাকার মৃত আমির হোসেনের ছেলে এজাহার মিয়া (৩২), আমির হোসেনের ছেলে গুইলা মিয়া (৩০), ফুলের ডেইল এলাকার আবদুল মালেকের ছেলে ছলিমুল্লাহ (৩০), আলীর ডেইল এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে সামসুল আলম ওরফে মনো (৩০), হাকিম আলীর ছেলে মো. মোস্তফা কামাল (২৫), রুহুয়ারডেপা এলাকার মৃত সালেহ আহমদের ছেলে মোহাম্মদ হোসেন (৪০) ও ফুলের মুখ এলাকার মৃত আলী আহমদের ছেলে আব্দুস সালাম (২৮)।