ঈদগাঁও বাসষ্টেশনের লাল ব্রীজের নিচেই জোয়ার আস্তানা

পবিত্র মাহে রমজানেও থেমেনেই

সংবাদদাতা: জেলার বাণিজ্যিক এলাকা ঈদগাঁও বাসষ্টেশনের লাল ব্রীজের নিচে পবিত্র রমজান মাসেও এক শ্রেণির যুবকেরা জোয়ার আস্তানা গড়ে তুলেছে। স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি না থাকায় কতিপয় জোয়াড়িরা প্রকাশ্যে জোয়ার আসর বসিয়ে অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেলেও
আবার অনেকে ফুতুর হয়ে যাচ্ছে। আবার রাতের বেলায় ঐ স্থানটি মদের আস্তানায় পরিণত হয়। এছাড়া স্থানীয় কতিপয় যুবক গভীর রাতে বিভিন্ন এলাকা হতে পতিতা নিয়ে এসেই ওই জায়গায় অনৈতিক কাজ করারও  একাধিক অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, দিনের বেলায় স্থানীয় কতিপয় যুবক পবিত্র মাহে রমজানকে তোয়াক্কা না করে প্রকাশ্যে জোয়ার আসর বসালেও সচেতন ব্যক্তিরা রয়েছে নিচ্ছুপ। অপরদিকে স্থানীয় প্রশাসন দেখেও না দেখার ভান করায় আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। তাই দ্রুত গতিতে তদন্ত পূর্বক এসব জোয়া, মদ ও পতিতার আস্তানা উচ্ছেদ না করলে এলাকার যুব সমাজ দিন দিন অধপতনের দিকে নেমে যাবে। তাই এলাকার সচেতন ব্যক্তিদের দাবী এক্ষুনি এসব আস্তানা গুড়িয়ে দেয়া জরুরী।