নুরুল আজিম: কক্সবাজার সদরের বৃহত্তম বাণিজ্যিক এলাকা ঈদগাঁও বাজারের বহু কাঙ্খিত পানি নিষ্কাশনের ড্রেনের কাজ শেষ হতে চলেছে। সরকারী কোন উদ্যোগ ছাড়াই বাজারের ৩ ব্যবসায়ীর অর্থায়নে উক্ত সংস্কার কাজ শুরু হয়। বাজারের প্রাণকেন্দ্র হাই স্কুল গেট থেকে ভূমি অফিস থেকে পর্যন্ত প্রধান ডিসি রোডে দীর্ঘদিন
যাবৎ পানি নিষ্কাশনের ড্রেন ময়লা আবর্জনায় ভরপুর এবং এর প্রায় অংশে স্লাব নষ্ট হওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যায়। সামান্য বৃষ্টিতেই বাজারের প্রধান সড়ক ডিসি রোড জন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে স্কুল, মাদ্রাসা ও কলেজ পড়–য়া শিক্ষার্থী সহ বাজারে আগত জনসাধাণের কষ্ট ও ভোগান্তি বাড়ছিল। কিছুদিন আগে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা আক্তার বকুল স্থানীয় দু’চেয়ারম্যানসহ সরেজমিন পরিদর্শন করে উক্ত ড্রেন সংস্কারের আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই না হওয়ায় বাজারবাসীর ভোগান্তি লাঘবে অবশেষে বাজারের ৩ ব্যবসায়ী নিজ উদ্যোগে উক্ত ড্রেনের সংস্কার কাজ শুরু করে। ব্যবসায়ীরা হলেন শাহেনা ফার্মেসীর মালিক জাফর আলম এমএ, নির্মাণাধীন তাজ সুপার মার্কেট ও সাবেক হোটেল ফোর স্টারের স্বত্ত্বাধিকারী মো. কাউসার ও ঐতিহ্যবাহী রেস্তোরা পূবানী হোটেলের স্বত্ত্বাধিকারী উত্তম রায় পুলক। সপ্তাহ ব্যাপী এ কর্মযজ্ঞে ৭/৮ জন শ্রমিক কাজ করছেন। ব্যবসায়ী মো. কাউসার জানান, প্রতিদিন রাতে ড্রেন সংস্কারের কাজ করা হচ্ছে। দিনে বাজারে লোক সংখ্যা অত্যধিক হওয়ায় কাজ করা সম্ভব হয় না। স্থানীয় গ্যাস দোকানদার জাহাঙ্গীর আলম, ইলেক্ট্রনিক ব্যবসায়ী আশিস দে এবং রাজনীতিক ও দোকানদার আলহাজ্ব আব্দুচ ছালাম সহ ভূক্তভোগীরা জানান, ড্রেনে পানি নিষ্কাশন সুবিধা সৃষ্টি হলে পুঞ্জিভূত উৎকট দূর্গন্ধ থেকে বাজারবাসী রক্ষা পাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন