আবুল কালাম আজাদ: টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের টেকনাফ কক্সবাজার মহাসড়কের পার্শে¦ অবস্থিত হ্নীলা বাজারের কোন প্রকার সংস্কার না হওয়ায় জনদূর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। ফলে এলাকার লোকজন জনপ্রতিনিধিদের প্রতি অনিহা বাড়ছে। বাজার পরিদর্শন করে দেখাযায় বাজারের ড্রেইনেজ ব্যবস্থা খুবই নাজুক।
দু”একটা ড্রেইন থাকলেও তা ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলে ঐ ড্রেইন দিয়ে পানি নিস্কাশিত হতে না পেরে সমস্ত বাজার ময়লা পানিতে সয়লাব হয়ে পড়ে। ফলে ক্রেতা বিক্রতাদের বিকিনিতে নাভিশ্বাস ওঠে। হ্নীলা বাজারের ক্রেতা বিক্রেতারা জানান এই এলাকায় হেভি ওয়েট অনেক জনপ্রতিনিধি থাকলেও এ বাজারের প্রতি কারো দৃষ্টি না থাকায় দিন দিন বাজারের অবস্থা নাজুকের দিকে ধাভিত হচ্ছে। প্রতিবছর সরকার এই বাজার ইজারা দিয়ে লক্ষ লক্ষ টাকা রাজস্ব নিচ্ছে। কিন্তু বাজারের উন্নয়নের কিঞ্চিত পরিমান উন্নয়ন করছেনা। আমরা কি বাংলাদেশের বাসিন্দা নহি? হ্নীলা বাজারকি বাংলাদেশের অংশ নয়কি? এ ব্যপারে এলাকার সচেতন সহল, ক্রেতা বিক্রেতা অনতিবিলম্বে বাজারের সংস্কারের ব্যপারে স্থানীয় এম.পি, স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন