রামু প্রতিনিধি: রামু উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিষ্ট্রেট মোঃ মাসুন হোসেন বলেছেন, মানবপাচার একটি জঘন্যতম এবং আইনত দন্ডনীয় অপরাধ। প্রতিবছর আমাদের দেশের অনেক নিরহ মানুষ নারী,শিশু ও পুরুষ এক শ্রেণীর দালাল ও পাচারকারীদের খপ্পরে পড়ে সব কিছু হারিয়ে সর্বশান্ত হচ্ছে ।
তাই এ ধরণের পাচারকারী ও মিথ্যা প্রলোভের হাত হতে রক্ষা ও সমাজ হতে মানব পাচার নির্মূল করতে সমাজের সকল শ্রেণীর মানুষের পাচার বিষয়ে ধারনা থাকা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন পর্ষায়ে (সিটিজি) কমিটি করার আশা ব্যাক্ত করেন। তিঁনি তা বাস্তবায়নকল্পে বাংলাদেশ সরকারের মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ ও জাতীয় কর্ম পরিকল্পনা (২০১২-১৪) আইন সম্পর্কে আলোচনা করেন। গতকাল ২৪ জুলাই মঙ্গলবার বিকেলে ইউ.এনও কার্যালয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রামু উপজেলা শাখার উদ্যোগে মানব পাচার প্রতিরোধ বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থার সাথে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল কালাম আজাদ। মানব পাচার প্রতিরোধ প্রকল্প সমন্বয়কারী বিশ্বজিৎ ভৌমিক এর পরিচলালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে সুচিত্তিত মতামত ও পরামর্শমূলক বক্তব্য রাখেন সংস্থার ফিল্ড নাসরিন হক অফিসার ,আনচার বিডিপি, এনএসআই কর্মকর্তা , ডিজিআফআই কর্মকর্তা, সাংবাদিকসহ উপজেলা আইন প্রয়োগ বিভিন্ন স্থরের কর্মকর্তা বৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন