কাহারিয়াঘোনায় নামাজরত কলেজ ছাত্রকে মারধর করেছে মসজিদ কমিটির সভাপতি

চকরিয়া প্রতিনিধি: চকরিয়া কাহারিয়াঘোনায় তারাবির নামাজে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক এমইউপি কর্তৃক বেপরোয়া মারধরের শিকার হয়েছে কলেজের এক মেধাবী ছাত্র। গত মঙ্গলবার ২৩জুলাই পৌরসভার ৫নং ওয়ার্ড কাহারারিয়াঘোনা পুরাতন জামে মসজিদে এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার অন্যান্য দিনের ন্যায়
তারাবির নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে প্রবেশ করে ব্যবসায়ী মোঃ হাসানের পুত্র ডুলাহাজারা কলেজের ছাত্র তানভীরুল হক মনির (১৭)। মনিরের বড়ভাই মনজুর আলম জানান, মসজিদের একপাশে এশারের ফরজ নামাজ আদায়ের শেষ মুহুর্তে অতর্কিতভাবে কোন কিছু বুঝে উঠার আগেই মনিরকে ওই মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ইউপি মেম্বার শামশুল আলম এলোপাতাড়ি মারধর করে। মনির বিষয়টি জানতে চাইলে পরক্ষণে শামশু আলম মেম্বার ও তার ছেলে জমির উদ্দিন দু’জনই মিলে দফায় দফায় বেধড়ক প্রহার করে। এতে মনির গুরুতর আহত হয়। পরে স্থানীয় মুসল্লীরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে। আকস্মিক এধরনের ন্যাক্কারজনক ঘটনায় মুসল্লীরা তীব্র নিন্দা জানান। এদিকে নামাজরত অবস্থায় ছাত্র আহত করার ঘটনায় এলাকার মুরব্বী মুসল্লী মনু সওদাগর উভয়পক্ষকে (দোষী-নির্যাতিত) গতকাল বুধবার যোহরের নামাজের পর শালিস বৈঠকে বসার জন্য ডেকে পাঠান। এতে আহত ছাত্র পরিবারের লোকজন উপস্থিত হলেও শামশু আলম মেম্বার ও তার পুত্র জমির উদ্দিন উপস্থিত হয়নি বলে দাবি আহতের পরিবারের। অন্যদিকে মুসল্লী, এলাকাবাসী ও সচেতন মহল এহেন ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এব্যাপারে শামশুল আলমের জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন