ঈদগড়- ঈদগাঁও সড়কের দু’পাশের সরকারী গাছ উজাড় হচ্ছে

ঈদগড় প্রতিনিধি: সংশ্লিষ্ট কর্তৃপক্ষে উদাসীনতার কারণে কক্্সবাজার জেলার রামুর ঈদগড়-ঈদগাঁও সড়কের দু’পাশের লাখ লাখ টাকা মূল্যের সরকারী গাছ কেটে উজাড় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী বিষয়টি সংশ্লিষ্ট বনবিভাগকে জানিয়েও এমন কোন ফল পাচ্ছে না।
সূত্রে জানায়,  বন ভিভাগের কার্যকর ভূমিকা না থাকায় একটি সংঘবদ্ধ কাঠ চোরাকারবারী দল ঈদঁগাও- ঈদগড় সড়কের দু’পাশের সড়ক ও সমাজিক বনায়নের কর্মসূচীর আওতায় রোপন করা মূল্যবান মেহগনি, আকাশমনি ও গামারি গাছ সুযোগ বুঝে সন্ধ্যার পর, মধ্য রাত অথবা ভোর রাতে কেটে নিয়ে যাচ্ছে। এতে করে সরকারের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে। অভিযোগ পাওয়া যায়, বন বিভাগের এক শ্রেণীর লোকজনের সাথে যোগসাজসেই এই সব গাছ চুরি করা হচ্ছে। সড়কের এবং সরকারী বনাঞ্চলের গাছ কর্তন করে সংঘবদ্ধ গাছ চোরাকারবারী দল বিভিন্ন পয়েন্ট থেকে সড়ক পথে যান বাহন ও নদী পথে নৌকা ভর্তি করে এবং কলা গাছের সাহায্যে চালি করে পানিতে ভাসিয়ে স্থানীয় বন বিভাগের চেক পোষ্ট দিয়েই প্রতিদিন পাচার করে নিয়ে যাচ্ছে ঈদগাঁও সহ বিভিন্ন এলাকায়।