এম. আমান উল্লাহ: কক্সবাজারে টানা বর্ষণে জনদুর্ভাগ চরম আকার ধারন করছে। গত রবিবার রাত দিনের টানা বর্ষণে কক্সবাজারের বিভিন্ন স্থানে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর এতে জেলার বেশিরভাগ রাস্তাই পানিতে তলিয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন কর্মজীবী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। লঘুচাপের প্রভাবে গত রবিবার রাতভর বৃষ্টি হয়েছে কক্সবাজারে।
বৃষ্টিতে জেলার বিভিন্ন সড়কে জমে গেছে পানি। দুই দিনের সাপ্তাহিক ছুটি শেষে কর্মদিবস শুরুর দিন দেখা দিয়েছে যানজট। রোববার সকাল থেকেই বিভিন্ন সড়কে পানির কারণে যান চলাচল ব্যাহত হতে দেখা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। পথচারীরা গাড়ি না পেয়ে বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আগের দুইদিন থেমে থেমে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। তবে গত রাতে বৃষ্টির তীব্রতা বেড়েছে খানিকটা। পানি নিষ্কাষণ ব্যবস্থা ভালো না হওয়ায় সব এলাকায় সড়ক থেকে সরতে পারেনি পানি। জেলার খালগুলোও ভরে গেছে বৃষ্টির পানিতে। এছাড়া ঈদ সামনে থাকায় সবার মাঝেই ব্যস্ততা বেড়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে সপ্তাহের প্রথম দিনই যানজটে স্থবির হয়ে পড়েছে কক্সবাজারবাসী। এতে করে দুর্ভোগ চরমে উঠেছে। জানা যায়, সকাল থেকেই টানা বৃষ্টিপাতের কারণে কক্সবাজার জেলার নিন্ম অঞ্চল প্লাবিত হয়। কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানিও জমে যায়।এ ছাড়া টানা বর্ষণের কারণে সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের মানুষেরাও। বৃষ্টি থাকায় অনেকেই সকাল থেকে কাজে বের হতে পারেননি। এদিকে জলাবদ্ধতার কারণে সকালই বেশ কয়েকটি স্থানে গাড়ি বিকল হয়ে পড়লে সৃষ্ট হয় যানজটের। এ সময় অনেক মানুষকে পানি ভেঙে পায়ে হেঁটেই যাতায়াত করতে দেখা গেছে। এদিকে কক্সবাজারে আবহাওয়া অফিস জানিয়েছে, মূলত মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণেই এ বৃষ্টিপাত হচ্ছে। আজ সারাদিন এটি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া জেলার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন