শেখ হাসিনার উপদেষ্টা হলেন ইকবাল সোবহান চৌধুরী

ডেস্ক রিপোর্টঃ ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিডিয়া বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। বৃহস্পতিবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ( বিএফইউজে) একাংশের এই সভাপতির নিয়োগের আদেশ হয়।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল এ তথ্য নিশ্চিত করেন। দায়িত্বটি অবৈতনিক বলেও জানান তিনি। নিয়োগের আদেশে বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতির নির্দেশ ও পরামর্শ অনুযায়ী ইকবাল সোহবান চৌধুরী কাজ করবেন ও জবাবদিহি করবেন। এই সাংবাদিক নেতা ২০০৮ এর নির্বাচনে ফেনী সদরে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করে পরাজিত হন। ইকবাল সোহবান চৌধুরী ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভারের সাবেক স¤পাদক। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যানও ছিলেন। তিনি দীর্ঘ দিন ধরেই সাংবাদিক ইউনিয়নের আওয়ামী লীগ অংশের নেতৃত্বে আছেন।