কেন্দ্র দখল করে মহিলা লীগের দিনভর জাল ভোট

সিটি করপোরেশনের ৪৬ নং ওয়ার্ডের নওঁগা প্রাথমিক বিদ্যালয় ও এমএ মজিদ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র দখল করে একচেটিয়া জাল ভোটের মহোৎসবেব অখভযোগ পাওয়া গেছে। সরজমিনে দেখা যায়, নারী ভোটাররা কেন্দ্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদের হাতে ১শ’ দেড়শ’ ও পঞ্চাশ টাকা করে গুজে দিচ্ছেন স্থানীয় মহিলা লীগের নেত্রী ও নগর দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের নওগাঁ অঞ্চলের প্রধান ফারজানা রহমান বাপ্পি। বিস্তারিত আসছে.