বার্তা পরিবেশক: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ১৮ দলীয় জোটের ডাকে বিগত ২৭, ২৮ ও ২৯ অক্টোবরের ৬০ ঘন্টার হরতালের সহিংসতায় সরকারের পেঠুয়া বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নিহত নেতাকর্মীদের মাগফেরাত কামনায় গতকাল বাদ আছর শহরের বাইতুর রহমান মসজিদ প্রাঙ্গনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু ছিদ্দিক ওসমানী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম, জেলা মৎস্যজীবি দলের সভাপতি হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম. মোকতার আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি আকতার হোছাইন কুতুবী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমির আলী, জেলা যুবদলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, জেলা ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক রাশেদুল হক রাসেল, শহর ছাত্রদলের সভাপতি শাহিনুল ইসলাম শাহীন, যুবদল নেতা অলি উল্লাহ মিন্টু, শরীফ উদ্দিন বাবুল, জাফর আলম, মোঃ হাসান, মোজাম্মেল হক, শহর শ্রমিকদলের সভাপতি এস্তাক আহমদ, জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন বাবু, জেলা ছাত্রদলের সদস্য মোঃ মুরাদ, সৈয়দ আকবর সুমন, এম. জাবেদ উল্লাহ, জেলা তরুণ প্রজন্মদলের যুগ্ম আহবায়ক ওয়াহিদুল ইসলাম লিটন, পর্যটন অঞ্চল শ্রমিকদলের আহবায়ক এম. খাইরুল আমিন, শিল্পাঞ্চল শ্রমিকদলের সভাপতি আব্দুল কাইয়ুম ছোটন, সাধারণ সম্পাদক ইঞ্জি. খোরশেদ আলম, শহর শ্রমিকদলের সহ-সভাপতি আনিস উদ্দিন মাহমুদ, জেলা শ্রমিকদলের সদস্য জসিম উদ্দিন, পর্যটন অঞ্চল শ্রমিকদলের যুগ্ম আহবায়ক কলিম উল্লাহ কলিম, ছাত্রদল নেতা শামছুল আলম, মোঃ নুরুল আনছার, আব্দুল্লাহ আল মামুন রিয়াদ, কায়সার ফারুক, আব্দুল্লাহ আবু সাঈদ বাবু, জিয়াউল হক বাবু, মোঃ হোসাইন, মোঃ শাহজাহান, হাসান মুরাদ, মোঃ সাদ্দাম হোসেন-১, আবু হেনা মোস্তফা, সাদ্দাম হোসেন-২, জাহেদুল ইসলাম, তাইসাদ সাব্বির, একরাম, মাহবুবুর রহমান, মোঃ সোহেল, শামীম সরওয়ার, সাইফুল ইসলাম রিগেন, তারেক হোসেন, শ্রমিকদল নেতা মোহাম্মদ করিম, নুরুল আলম, মোহাম্মদ শফি, জয়নাল আবেদীন, মোঃ ইউছুপ প্রমুখ। উল্লেখ্য যে, গায়েবানা জানাজায় ইমামতি করেন বাইতুর রহমান জামে মসজিদের পেশ ইমাম মৌলানা ওমর ফারুক।
অনুষ্ঠিত গায়েবানা জানাযায় বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল, মৎস্যজীবিদল, তরুণ প্রজন্মদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন