তাহেরা আক্তার মিলি
টেকনাফ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ ডাকাত আবদুল হাকিমকে গ্রেপ্তার করেছে । পুলিশ সূত্র জানায়- ৮জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার ওসি তদন্ত দিদারুল ফেরদৌসের
নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ হাসপাতালের পূর্ব পাশে চিংড়ি প্রজেক্টে অভিযান চালিয়ে মিয়ানামরের বাসিন্দা ও পুরান পল্লান পাড়ায় বসবাসকারী আবদুল জলিলের পুত্র দূর্ধর্ষ ডাকাত সর্দার হিসাবে পরিচিত আবদুল হাকিম(৩০) কে আটক করেছে। টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস জানিয়েছেন Ñশীর্ষ ডাকাত আবদুল হাকিমের বিরুদ্ধে সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি, নাফ নদীতে জেলেদের ডাকাতি, মিয়ানামারের নাসাকা বাহিনীর সাথে সখ্যতা ও বাংলাদেশের গোপন তথ্য পাচার ও চাদাঁবাজীসহ অসংখ্য অভিযোগের জনশ্র“তি রয়েছে। উল্লেখ্য, গত ৭ জুন টেকনাফÑ কক্সবাজার প্রধান সড়কের ১৪ নং চারিয়ং ব্রীজ এলাকায় বিয়ের গাড়িতে গণডাকাতির সাথে সম্পৃক্ত থাকার স্বীকারোক্তি দিয়েছে। তাকে রিমান্ডে আনা হলে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। এদিকে তাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য মোটা অংকের মিশন নিয়ে অবশেষে ব্যর্থ হয়েছে। গতকাল বিকালে তাকে কক্সবাজার জেলহাজতে প্রেরণ করেছে। তার গ্রেফতারের খবর শুনে পুরান পল্লান পাড়া এলাকায় মিষ্টি বিতরণ করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন