পেকুয়ায় সংঘর্ষ, বিশ্ব বিদ্যালয় ছাত্রীসহ আহত ৪

পেকুয়া প্রতিনিধি: পেকুয়া সদর ইউনিয়নে ৪ শতক বিরোধপূর্ন জমি নিয়ে দু’পক্ষের মধ্য রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উম্মক্ত বিশ্ব বিদ্যালয়ের ছাত্রীসহ ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্য আয়েশা বেগম (৬৫) এর অবস্থা আশংকা জনক। ৪ জনের মধ্য ১ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার ছাড়পত্র দিলেও
অপর আহতদের পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২১ জুলাই রবিবার সকাল ১১ টার দিকে। উপজেলার সদর ইউনিয়নে সরকারী ঘোনা এলাকায়। আহতরা হলেন, এ এলাকার মৃত মৌলভী এছারুল হকের পুত্র মোঃ ইলিয়াছ (৩৮) তার বোন উম্মক্ত বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী তানিয়া আকতার(১৮) মা আয়েশা বেগম(৬৫) ও তার ছোট ভাই মোঃ ইব্রাহিম। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা চলছে। আহতদের পক্ষে তানিয়ার ভাই ইব্রাহিম বাদি হয়ে হামলাকারি একই এলাকার উলা মিয়ার পুত্র রেজাউল করিম (৩০)কে প্রধান আসামী করে ১৪ জনের বিরোদ্ধে গতকাল সন্ধ্যায় পেকুয়া থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, পেকুয়া মৌজার ৪ শতক বসত ভিটার জায়গা নিয়ে রেজাউল করিম গংদের সাথে মোঃ ইলিয়াছদের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন পূর্ব পরিকল্পিত ভাবে ইলিয়াছদের দখলীয় জায়গা জবর দখলে নিতে লোহার রড, দারালো দেশিয় অস্ত্র সস্ত্রসহ রেজাউল করিম অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে জায়গা দখলে নিতে ব্যাপক ভাংচুর চালিয়ে বসতবাড়ি লন্ডভন্ড করে দেয়। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের লেলিয়ে দেওয়া লোকজন ইলিয়াছ তার বোন মা ছোট ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ ছাড়া উক্ত জায়গা নিয়ে ইতিপূর্বে অমিমাংশিত বিষয়টি নিস্পত্তির জন্য পেকুয়া থানায় উভয় পক্ষের প্রতিনিধি নিয়ে বৈঠক করে। কাগজ পত্র পর্যালোচনায় ইলিয়াছগং জায়গার বৈধ মালিক সাব্যস্ত হলে তাদের অনুকূলে শালিসী রায় প্রদান করে। এর পরও উক্ত জায়গা দখলে নিতে এ দিন রেজাউল করিম, শহিদুল ইসলাম, মাহমুদুল করিম, মোঃহাসেম, কবিরসহ দূর্বত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পেকুয়া থানার ওসি মাঈন উদ্দিন আহমদ এজাহার পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।