অবিশ্বাস্য! ২৪ তলার গ্রীলে মাথা আটকে…


আন্তর্জাতিক ডেস্ক: ২৪ তলার উপর থেকে বাইরে তা দেখতে চেয়েছিল পাঁচ বছরের ছোট্ট এক মেয়ে। এজন্য সে লিভিংরুমের জানালা দিয়ে বের হতে যায়। কিন্তু শরীর বের করতে পারলেও জানালার গ্রিলে তার মাথা আটকিয়ে যায়। আর মাথা আটকিয়ে যাওয়ার কারণে ৭০ ফুট ওপর থেকে পড়ে যায়নি সে। ঘটনাটি ঘটেছে
চীনের হুবেই প্রদেশের দাইয়ে এলাকায় শনিবার। ওই দিন বাসায় মেয়েটি একাই ছিল। এক প্রতিবেশি তার কান্নার শব্দ শুনে পুলিশে খবর দেন।

এরপর ফায়ার ফাইটার ও পুলিশ ওই ফ্লাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রতিবেশিদের সহায়তায় ওই মেয়েটিকে উদ্ধার করে। এক ব্যক্তি তার কোমরে রশি বেঁধে জানালা কেটে ওই মেয়ের কাছে যায়। এরপর কম্বল পেঁচিয়ে মেয়েটিকে ধরে রাখে।

ফায়ার ফাইটার এরপর খুব সাবধানে গ্রিল কেটে মেয়েটিকে টেনে বের করে। সূত্র: ডেইলি মেইল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন