পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন মামনুন



ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের ১২তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে মুসলিম লিগ (এন) প্রার্থী মামনুন হুসাইন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে ডন এই খবর জানায়। ন্যাশনাল অ্যাসেম্বলি এবং সিনেট সদস্যদের ভোটে অনুষ্ঠিত নির্বাচনে ২৭৭ টি ভোট পেয়ে নির্বাচিত হন মামনুন। জয়ের জন্য তার প্রয়োজন ছিল ২৬৩টি ভোট।
মামনুন সিন্ধু প্রদেশের সাবেক গভর্নর এবং পেশায় একজন ব্যবসায়ী। ২০১২ সালের সেপ্টেম্বরে বিদায় নেয়া প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির স্থলাভিষিক্ত হলেন তিনি। 

এরআগে বিরোধী দলগুলোর নির্বাচন বয়কটের ঘোষণার মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়।

কোনো ধরনের বিজ্ঞপ্তি এবং পূর্বাভাস ছাড়াই নির্বাচনের তারিখ ঘোষণা করায় তা বয়কট করে পিপিপিসহ বেশ কয়েকটি বিরোধী দল।

তবে ইমরান খানের তেহরিক ইনসাফ পার্টি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন