এতিম ও ওলামাদের সঙ্গে ইফতার করলেন খালেদা

ডেস্ক রিপোর্ট : এতিম ও ওলামা-মাশায়েখদের নিয়ে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে রমজানের প্রথম দিনে খালেদা জিয়ার পক্ষ থেকে
এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তিনি শিশু এতিম শিক্ষার্থীদের কাছে গিয়ে কুশল বিনিময় ও তাদের খোঁজ-খবর নেন। ইফতারির আগে দেশের সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতারে তেজগাঁওয়ের রহমতে আলম মিশন, শান্তিনগর ও ফকিরেরপুলের মাদরাসা ও এতিমখানার দেড় শতাধিক এতিম শিক্ষার্থী শরিক হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, সারোয়ারি রহমান, ড. আবদুল মঈন খান, বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খানসহ দলের নেতারা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

ইফতার পার্টির মঞ্চে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন কয়েকজন এতিম শিক্ষার্থীসহ নরসিংদী জামেয়া কাসেমিয়া মাদরাসার অধ্যক্ষ মওলানা সাইয়েদ কামাল উদ্দিন জাফরী, তামিরুল মিল্লাত মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদিন, হাটহাজারী মাদরাসার প্রধান মোহাদ্দেস মাওলানা শামসুল আলম, হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা আশরাফ উদ্দিন প্রমুখ।