হাসান তারেক মুকিম: কক্সবাজারের রামুতে খান ফাউন্ডেশনের উদ্যোগে ‘অপরাজিতা-নারীর
রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৫
অক্টোবর) রামু উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। রামু উপজেলা মহিলা ভাইস
চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গর্জনিয়া ইউপি
চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, নারীনেত্রী মনোয়ারা ইসলাম নেভী, ফরিদা ইয়াছমিন,
কাজী
আব্দুল্লাহ আল-মামুন, আফসানা জেসমিন পপি প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন,
ইউপি
সদস্যা নুর নাহার, রওশন আকতার, আয়েশা খানম, নাছিমা আকতার,
রুমা
আকতার, উম্মে
হাবিবা, লায়লা বেগম, জয়নাব আকতার কহিনুর, আল মর্জিনা,
মরিয়ম
বেগম, রশিদা
খানম, আনোয়ারা
বেগম, উম্মে
হাবিবা, রাবেয়া বশরী, নুর নাহার, শাকিলা সুলতানা,
কাজী
ছৈয়দুল হক, শিক্ষিকা তৌহিদা আজিম, খান ফাউন্ডেশন কক্সবাজার অফিসের
মোহাম্মদ ছালাহ উদ্দিন খান ও মোঃ রাসেল আলম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বাল্য বিবাহ, যৌতুক প্রথা, নারী নির্যাতন রোধ ও সমাজে নারী-পুরুষের বৈষম্য
দুরিকরণে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন