তাহেরা আক্তার মিলি: টেকনাফের ওঠনী নামক স্থানে একটি চাউল ভর্তি ট্রাক খাদে পড়ে চাউল
নদীতে পড়ে গেছে। ঘটনাটি ঘটে ৫ অক্টোম্বর বিকাল ৩টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের
বরইতলী এলাকায়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়- টেকনাফগামী চাউল ভর্তি চট্টমেট্টো Ñ ট ১১-৩৪৩২ নম্বর
ট্রাকটি ভাঙ্গা রাস্তা ও অপর একটি গাড়িকে সাইট দেওয়ার কারণে রাস্তা ভেঙ্গে খাদে
পড়ে। এতে ব্রীজের পাশ্ববর্তী রাস্তা থেকে চাউল গুলো নদীতে পড়ে যায়। পরবর্তীতে
চাউলগুলো উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন