কক্সবাজারের টেকনাফে প্রায় ১৮ লাখ টাকার মিয়ানমারে তৈরি মদ ও বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪২) সদস্যরা। এর মধ্যে ৬শ ৩৪ বোতল মদ ও ২ হাজার ৭শ ১৩ ক্যান বিয়ার রয়েছে।
শনিবার ভোর ৫টার দিকে টেকনাফের নাফনদীর আড়াই নম্বর স্লুইচ গেট এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান বাংলানিউজকে জানান, একটি নৌকা যোগে বাংলাদেশে প্রবেশকালে মদের এ চালানটি জব্দ করা হয়েছে।
বিজিবি সদস্যরা অভিযানে গেলে পাচারকারিরা নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এ সময় নৌকাটিও জব্দ করা হয়েছে। পাচারকারিদের চিহ্নিত করে এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।বাংলানিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন