আন্তর্জাতিক ডেস্ক: ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিলে কবর থেকে জ্যান্ত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে এই খবরটি নিয়ে দেশটির বিভিন্ন পত্র পত্রিকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
জানা যায়, ব্রাজিলের সাও পাওলো শহরে শুক্রবার এক মহিলা তার পারিবারিক কবরস্থানে গিয়ে দেখতে পান একটি কবরফলক যেন নড়ছে। এরপর তিনি কিছু অদ্ভুত শব্দও শুনতে পান। কিছুক্ষণ পর তিনি দেখতে পান কবরটি থেকে এক ব্যক্তি মাটি সড়িয়ে উঠে আসার চেষ্টা করছে।
আর এতে তিনি এতটাই ভয় পেয়ে যান যে, সঙ্গে সঙ্গে খবর দেন স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসে।
আর এতে তিনি এতটাই ভয় পেয়ে যান যে, সঙ্গে সঙ্গে খবর দেন স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসে।
তারা এসে কবরটিকে পরিপূর্ণভাবে খুঁড়ে ওই ব্যক্তিকে বের করে। কিন্তু ততক্ষণে ওই ব্যক্তি কবরের ভেতর থেকে তার একটি হাত ও মাথা বের করে ফেলেছিলেন। স্থানীয় অসংখ্য মানুষ এই ঘটনার ভিডিও ধারন করে।
পুলিশ জানায়, কবর থেকে বের হওয়া ওই ব্যক্তি স্থানীয় সিটি হলের একজন কর্মচারি। শহরের অন্য একটি অংশে মারামারি করতে গিয়ে প্রতিপক্ষের হাতে বেদম মার খান তিনি। ওই অবস্থায় অজ্ঞান হয়ে গেলে প্রতিপক্ষ তাকে রাতের অন্ধকারে জ্যান্ত কবর দিয়ে দেয়। এরও বেশ কয়েক ঘণ্টা পর তিনি বেড়িয়ে আসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা বলেন, ‘একটি মৃত মানুষ কবর থেকে উঠে আসছে ভেবে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম।’
কবর থেকে উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম জানা যায়নি। বর্তমানে তাকে সাও পাওলোর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন