রামুর বিকে আজম ইটভাটা থেকে ১৮ ট্রাক অবৈধ কাঠ উদ্ধার


সিবিএন: কক্সবাজারের রামুর চাকমারকুল ইউনিয়নের শাহমদের পাড়া এলাকার বিকে আজম ব্রিকফিল্ড থেকে টাস্কফোর্সের অভিযানে ১৮ ট্রাক বিভিন্ন অবৈধ জ্বালানী কাঠ উদ্ধার করা হয়েছে। গত ২০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত নিবার্হী ম্যাজিষ্ট্রেট সরকার আবদুল্লাহ আল মামুন বাবুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে কক্সবাজার উত্তর বনবিভাগের বন সংরক্ষক মোহাম্মদ হোসেন, বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা এফ এম সাহিদুল হক, এই বিট কর্মকর্তা সৈয়দ আমিনুর রহমানসহ কক্সবাজার বিজিবি’র জোয়ানরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের সাবেক পাড়ার মোহাম্মদ ইয়াছিন মিস্ত্রি প্রকাশ বোট মিস্ত্রির ছেলে মোঃ শফিউল আজমের মালিকাধীন বিকে আজম ইট ভাটা থেকে এসব অবৈধ কাঠ উদ্ধার করা হয়। এব্যাপারে নিবার্হী ম্যাজিষ্ট্রেট সরকার আবদুল্লাহ আল মামুন বাবু জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই ইট ভাটায় অভিযান চালানো হয়েছে। এই ইট ভাটার গুদাম থেকে বিভিন্ন ধরনের অবৈধ জ্বালানী কাঠ উদ্ধার করা হয়। তবে কাউকে আটক বা পাওয়া যায়নি। কাঠগুলো উদ্ধার করে বাঁকখালী রেঞ্জে জমা করা হয়েছে। ইট পোড়ানোর অভিযোগে এই ইট ভাটার মালিকের বিরুদ্ধে মামলা করা হবে বলে তিনি জানান। অপর দিকে এলাকার জনসাধারণ জানান,বিকে শফিউল আজম প্রকাশ বিকে আজম এর আগের বছরও জ্বালানী কাঠ পোড়ানোর দায়ে পরিবেশ অধিদপ্তর ৮৭ হাজার টাকা জরিমানা করেছেন। কিন্তু শফিউল আজম নিজেকে ৪ টি গার্মেন্টস ফেক্টরীর এর মালিক বলে জানায় এলাকাবাসীকে। সে দেশের প্রচলিত আইনের কোন তোয়াক্কা করেনা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন