কুতুবদিয়া প্রতিনিধি: কুতুবদিয়ায় ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই সোহরাব হুসেন ও মাহফুজুর রহমানসহ একদল পুলিশ বড়ঘোপ স্টীমারঘাট এলাকা থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে গ্রেফতার করেছে। এ সময় তার দেহ তল্লাশি করে নেভী সিগারেটের প্যাকেট ভর্তি ১৫ পিচ ইয়াবা ট্যালেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। ধৃত যুবক রাশেদ (২৬) পেকুয়া উপজেলার উত্তর গোয়খালী এলাকার নরসা মিয়ার পুত্র বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুতুবদিয়ার মাহবুব ও জুয়েল নামের দু’ সহযোগী রয়েছে বলে সে পুলিশকে জানিয়েছে। কুতুবদিয়ায় এ প্রথম ইয়াবা উদ্ধারের ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন