প্রথম দিনে কক্সবাজারে হরতালের উত্তাপ

নিজস্ব প্রতিবেদক: ১৮ দলীয় জোটের ডাকা টানা দিনের হরতালে জেলাব্যাপী হরতালে তীব্র উত্তাপ ছড়াচ্ছে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় হরতালকারীরা পিকেটিং করছে এসময় জেলার বেশ কয়েক জায়গায় মিছিল টায়ার জালিয়ে হরতাল পালন করছে বলে জানা গেছে তবে এবারের হরতালে শহরের চেয়ে গ্রামে প্রভাব পড়েছে বেশী। সোমবার সকাল টার দিকে খুটাখালী ষ্টেশনে টায়ার জালিয়েছে হরতালের সমর্থকরাবাজারের উত্তর পার্শ্বে জামায়াত-শিবির দক্ষিণ পার্শ্বে বিএনপি পৃথকভাবে অবস্থান নিয়েছে
চকরিয়া পৌর শহরে সকাল সাড়ে টার সময় মিছিল করেছে ছাত্রশিবির মিছিলটি বাস টার্মিনাল এলাকা থেকে শুরু হয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয় তবে রিপোর্ট লেখা পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি
একইভাবে চকরিয়ার ডুলাহাজারা বাজার, ভাঙ্গারমূখ, ইসলামনগর, বরইতলী চৌরাস্তার মাথা, পেকুয়া বাজার, বাগগুজারা, মহেশখালী চালিয়াতলী, পানিরছরা, হোয়ানক, রামু কলঘর, উখিয়ার হিজলিয়া, পালং গার্ডেন, উখিয়া কলেজ গেইট, টেকনাফের হ্নীলা ষ্টেশন এলাকায় পিকেটিং করছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রশিবিরের সভাপতি দিদারুল ইসলাম
শিবিরের বিক্ষোভ মিছিল

১৮ দলীয় জোট আহুত ৬০ ঘন্টার হরতালের সমর্থনে হরতালের ১ম দিনে বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদশে ইসলামী ছাত্রশিবির কক্সবাজার সদর পশ্চিম শিবির শাখা সভাপতি রহীম আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারী সেলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারী কলেজ সভাপতি লোকমান হাকীম এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবির নেতা মুজাহের, ইলিয়াছ, আবু হেনা, আনোয়ার প্রমূখ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন