কক্সবাজার নিউজ ডটকম : কক্সবাজারের পেকুয়ায় ইসলামী ব্যাংক লিমিটেডের ২৮৪ তম শাখা উদ্বোধন করা হয়েছে। ১৬ নভেম্বর সকাল ১১ টায় পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারস্থ এম এস মার্কেটে (সিকদার মার্কেট) ইসলামী ব্যাংক লিমিটেডের ডাইরেক্টর হুমায়ন বখতিয়ার এসিপিএ এফসিএ ফিতা কেটে ইসলামী ব্যাংক লিমিটেডের ২৮৪ তম পেকুয়া শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে ব্যাংকের হলরুমে ইসলামী ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সভার শুরুতে কোরান তেলোয়াত করেন ইসলামী ব্যাংক চকরিয়া শাখার ফিল্ড অফিসার জসিম উদ্দিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান মু:মনিরুল মওলা। সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক লিমিটেডের ডাইরেক্টর হুমায়ন বখতিয়ার এসিপিএ এফসিএ। এতে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার, পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, ভাইস চেয়ারম্যান ইদ্রিস বাদশা, রাজাখালী বিইউ আই ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা এলাদাদ আলবি, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান ও বারবাকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এইচ এম বদিউল আলম জিহাদী, আলহাজ্ব আকতার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির প্রতিনিধিবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন