নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সদরের পিএমখালীতে ভূমিদস্যুদের হামলায় ছেনুয়ারা বেগম (৩৫) নামের এক মহিলা আহত হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৭টায় সদর উপজেলার পিএমখালীর ধাউনখালী মুরাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত ছেনুয়ারা বেগম বলেন, তার স্বামী বিদেশে থাকার সুযোগে কক্সবাজার মডেল পলিটেকনিক কলেজের অধ্যক্ষ দিদারুল্লাহ’র নেতৃত্বে হাবিব উল্লাহ, তসিফ উদ্দিন, তৌফিফ উদ্দিনসহ একদল সন্ত্রাসীরা তার বসত ভিটা দখলে নেওয়ার উদ্দেশ্যে হামলা চালায়।
এ সময় সন্ত্রাসীরা তার বসত ভিটার ঘেরা, বেড়া ভাংচুর করে এবং বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে পিএমখালীর চেয়ারম্যান শহীদুল্লাহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন