নিজস্ব প্রতিবেদক: মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে মাই টিভির কক্সবাজার ব্যুরো চীফ সৈয়দ মোহাম্মদ শাকিলকে। কক্সবাজার মডেল থানায় দায়ের করা ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন (সংশোধনী ২০০৪) এর ১৯ (১) এর ধারায় দায়ের করা মামলায় শনিবার বিকেল ৪ টায় শহরের ইভান প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করে মডেল থানার এসআই নুরুজ্জামান। সে শহরের বড় বাজার এলাকার সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীরের পুত্র। এ মামলা ছাড়াও ৮ নভেম্বর সদর উপজেলা ডিককুল এলাকার মৃত আশরাফুজ্জামানের পুত্র নুরুল আবছার বাদী হয়ে হত্যা চেষ্টা ও চুরির অভিযোগ এনে মামলা দায়ের করে। এ মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন