ডেস্ক: নাটোরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন নির্বাচন কমিশনের নবনির্মিত জেলা সার্ভার স্টেশনে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার রাতে এ ঘটনা ঘটে। নাটোর ফায়ার স্টেশনের ইনচার্জ আবদুর রউফ জানান, রাত ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ পাশের নবনির্মিত সার্ভার স্টেশনের নিচ তলার ২টি কক্ষে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস কর্র্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সার্ভার স্টেশনের ২টি রুমের আসবাবপত্র, কম্পিউটার ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন