অনলাইন প্রতিবেদক | তারিখ: ২৯-১২-২০১১
মেলবোর্ন টেস্ট শেষ পর্যন্ত খুব সহজেই জিতে নিল অস্ট্রেলিয়া। জয়ের
ব্যবধানটা ১২২ রান। ২৯২ রানের লক্ষ্যমাত্র নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে
নেমে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ১৬৯ রানেই।
গতকাল তৃতীয় দিনে মেলবোর্ন টেস্টের ভাগ্য দুলছিল পেন্ডুলামের মতে। কখনো অস্ট্রেলিয়া আবার কখনো ভারতের দিকে ঝুলে পড়ছিল তা।
কিন্তু চতুর্থ দিনের
সকাল থেকেই তা পুরোপুরি ঝুঁকে পড়ে অস্ট্রেলিয়ার দিকে। ৮ উইকেটে ১৭৯ ও ২৩০
রানের অগ্রাগামীতা নিয়ে তৃতীয় দিন শেষ করা অস্ট্রেলিয়া আজ সকালে তাদের
সংগ্রহ নিয়ে ঠেকায় ২৪০ রানে। ভারতের দিকে ছুঁড়ে দেয় ২৯১ রানের
লক্ষ্যমাত্রা। ভারত সেই লক্ষ্য থেকে পেছনে থাকল ১২২ রান।গতকাল তৃতীয় দিনে মেলবোর্ন টেস্টের ভাগ্য দুলছিল পেন্ডুলামের মতে। কখনো অস্ট্রেলিয়া আবার কখনো ভারতের দিকে ঝুলে পড়ছিল তা।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে ভারতীয় ব্যাটিং। গৌতম গম্ভীর, বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষণ, বিরাট কোহলি ফিরে যান মাত্র ৮১ রানের মধ্যেই। অধিনায়ক ধোনি ও রবিচন্দ্রন অশ্বিন মিলে বিপর্যস্তকর পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারাও ব্যর্থ। ধোনি ২৩ রানে আউট হন। অশ্বিন দীর্ঘক্ষণ উইকেটে থেকে ৩০ রানে আউট হন। এরপর জহির খান ১৩ রানে আউটহন। উমেশ যাদব ২১ রান করেন। ইশান্ত শর্মা ৬ রানে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার পক্ষে সেরা বোলার ছিলেন প্যাটিনসন। তিনি দখলে নেন ৪ উইকেট। হিলফেনহাস, সিডল ও লিওন নেন যথাক্রমে ৩, ২ ও ১ উইকেট।
এর আগে, অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সেরা ভারতীয় বোলার ছিলেন উমেশ যাদব। তিনি ৭০ রানে ৪ উইকেট নেন। প্রথম ইনিংসেও তিনি পেয়েছিলেন ৩ উইকেট। জহির খানও দীর্ঘদিন পরে খেলায় ফিরে ভারতকে বারবার গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দিয়েছিলেন। কিন্তু চারদিন পর ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভারতীয়দের সব চেষ্টাই বিফলে গেল। রয়টার্স।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ৩৩৩ (১ম ইনিংস)
কোয়ান ৬৮, পন্টিং ৬২, হাডিন ৪১
জহির খান ৪/৭৭
ভারত ২৮২ (১ম ইনিংস)
টেন্ডুলকার ৭৩, দ্রাবিড় ৬৮
হিলফেনহাস ৫/৭৫
অস্ট্রেলিয়া ২৪০ (২য় ইনিংস)
হাসি ৮৯, পন্টিং ৬০
যাদব ৪/৭০
ভারত ১৬৯ (২য় ইনিংস)
টেন্ডুলকার ৩২, অশ্বিন ৩০
প্যাটিনসন ৪/৫৩
(অস্ট্রেলিয়া ১২২ রানে জয়ী)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন