বার্তা পরিবেশক: কক্সবাজার পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত হয়ে গেলো সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-১৩। মেলায় কক্সবাজারের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ঝংকার শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় বৃক্ষরাজির
গান, নাচ, কৌতুক সহ আরও বিভিন্ন ইভেন্টের সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করা হয়। গাছপালা ও বৃক্ষরোপনে সাধারণ জনগনের মনযোগ আকৃষ্ট করে বিভিন্ন পুরাতন ও নতুন গান পরিবেশন করা হয়। গাছপালা ও ফলমূলের গুনাগুন বর্ণনা করেও বেশ কিছু গান পরিবেশন করে ঝংকার শিল্পী গোষ্ঠীর প্রাণপুরুষ ও পরিচালক শিল্পী ওস্তাদ গোলাম মোরশেদ, সিরাজুল ইসলাম কবি, জাহেদা মোরশেদ, মুবিন কুতুবী, জয়নাল, রবি দাস, জাফর আলম, ইসহাক মাহমুদ, ওসমান গনি, আজিজুল মোরশেদ ইফাজ, আর্মান, সুরিয়া, শাহাদাত, সবুজ, বেলি, এ্যানি, কাজল, ইজ-জা মণি, তানিয়া র্শমা, জয়শ্রী দাস, সেতু দাস, বৈশাখি পাল, মিলা, প্লাবন সহ প্রায় অর্ধশতাধিক শিল্পীবৃন্দ অংশগ্রহণ করে। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন।
গান, নাচ, কৌতুক সহ আরও বিভিন্ন ইভেন্টের সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করা হয়। গাছপালা ও বৃক্ষরোপনে সাধারণ জনগনের মনযোগ আকৃষ্ট করে বিভিন্ন পুরাতন ও নতুন গান পরিবেশন করা হয়। গাছপালা ও ফলমূলের গুনাগুন বর্ণনা করেও বেশ কিছু গান পরিবেশন করে ঝংকার শিল্পী গোষ্ঠীর প্রাণপুরুষ ও পরিচালক শিল্পী ওস্তাদ গোলাম মোরশেদ, সিরাজুল ইসলাম কবি, জাহেদা মোরশেদ, মুবিন কুতুবী, জয়নাল, রবি দাস, জাফর আলম, ইসহাক মাহমুদ, ওসমান গনি, আজিজুল মোরশেদ ইফাজ, আর্মান, সুরিয়া, শাহাদাত, সবুজ, বেলি, এ্যানি, কাজল, ইজ-জা মণি, তানিয়া র্শমা, জয়শ্রী দাস, সেতু দাস, বৈশাখি পাল, মিলা, প্লাবন সহ প্রায় অর্ধশতাধিক শিল্পীবৃন্দ অংশগ্রহণ করে। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন