ঈদগড়ে নদীতে বিলীন হয়ে যাচ্ছে শত শত বসতবাড়ী

ইব্রাহিম খলিল

কক্সবাজার রামুর ঈদগড়ে গত কয়েক বছর ধরে নদীতে বিলীন হয়ে যাচ্ছে শত শত বসতবাড়ী। প্রাপ্ত তথ্যে প্রকাশ, বান্দরবানের পাহাড়ের চূড়ায় থেকে সৃষ্টি ঈদগড় খাল নামক নদীটি ঈদগড়ের নানা গ্রামের উপর দিয়ে অতিবাহিত হয়ে  বঙ্গোপসাগরে গিয়ে মিলীত হয়। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ঈদগড় ইউনিয়নের উপরেরখীল, বউঘাটা, বড়ইচর, ঠান্ডাঝিরি, দুছড়ি, বার্মাপাড়া, বড়বিল, মোহাম্মদ শরীফ পাড়া, পূর্বরাজঘাটাচরপাড়পা, ঘুইন্নাপাড়া, মগঘাট, হাছনাকাটা, বদরমোকাম, কোনাপাড়াকুদ্দুসমিয়ারজুম, শিয়াপাড়া, ক্যাম্পরচর, ধুমছাকাটা, বদলারচর সহ আরো অনেক গ্রামের উপর দিয়ে ঈদগড় খাল নামক নদীটি অতিবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলীত হয়।
এ খালের দু পাশে অবস্থিত শত শত ঘরবাড়ি প্রতি বছর বর্ষার পানি এবং পাহাড়ি ঢলের কারণে ভেঙ্গে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে। প্রতি বছর এ ভাবে ঘরবাড়ি ভেঙ্গে যাওয়াতে অনেক পরিবারকে বর্ষা কালেও খোলা আকাশের নিচে বসবাস করতে দেখা যায়।বিগত দিনে এসব ভাঙ্গন রোধে সরকারী তেমন কোন উদ্যোগ দেখা যায়নি। ফলে ভেঙ্গে যাওয়া ঘর বাড়ির মালিকেরা অসন্তুষ্ট। সম্প্রতি আবারো এ নদীর তীরবর্তী ঘরবাড়ি গুলো ব্যাপক হারে ভেঙ্গে যাচ্ছে। এ নিয়ে নেই কারো কোন মাথা ব্যথা। তৎমধ্যে গত ২৮ মে পরিবারের লেকজন ঘুমন্ত অবস্থায় দিবাগত রাত  ১ টায় ঈদগড় পূর্বরাজঘাটা এলাকার প্রদীপ শর্মা, সুমন শর্মা, বাদল কান্তি দে,মিন্টু শর্মার বাড়ি  সহ আরো কয়েকটি বাড়ির নিচের মাটি তলিয়ে  গিয়ে পার্শ¦বর্তী ঈদগড় নদীতে বিলীন হয়ে যায়। এ সময় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বর্তমানে তারা নানা কষ্টে দিন যাপন করতেছে। এ খবর পেয়ে ২৯ মে ভোরে উক্ত এলাকার মহিলা ইউপি সদস্যা তছলিমা খানম, ইউপি সদস্য বেলাল উদ্দিন, নুরুল আজিম সহ এ প্রতিবেদক নিজে তা সরেজমিন পরিদর্শন উত্তর নানা সাহায্য এবং অন্যত্র বসত বাড়ি স্থাপনে সহযোগিতা প্রদানের আশ্চাস দেন। ভেঙ্গে যাওয়া বাড়ির মালিকগণ এ ব্যাপারে সরকারী সাহায্য সহযোগিতা কামনা করছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন