সৌদি ৮ জুলাইয়ের পর ওমরা ভিসা দেবে না

ডেস্ক রিপোর্ট
৮ জুলাইয়ের (২৯ শাবান) পর থেকে আর ওমরা ভিসা দেবে না সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালযয়ের মুখপাত্র ওসামা নুগালি জানান, শাবান মাসের শেষ পর্যন্ত সারা বিশ্বে থাকা সৌদি কূটনৈতিক মিশন ওমরা ভিসা দেবে। হজ মন্ত্রণালয় থেকে প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা যায়, এ বছর চার লক্ষাধিক ওমরা ভিসা দেয়া হয়েছে।
স্থানীয় হজ ও রিয়াদের ওমরা সংস্থায় কর্মরত ট্রাভেল এজেন্ট আরিফ কান্নাউজি জানান, এটা একটি রুটিন প্রক্রিয়া। প্রতি বছর রমজানের সময় আর কোনো ভিসা গ্রহণ না করার জন্য আমাদের অনুরোধ করা হয়। কান্নাউজি বলেন, “এই ঘোষণার উদ্দেশ্য হচ্ছে যারা ওমরা পালনের জন্য ভিসা নিতে আগ্রহী তারা যেন শাবান মাসের মধ্যেই সময়মত ভিসা নিতে পারেন। সাধারণত ভিসা পেতে ৭ থেকে ১৪ দিন সময় লাগে।”
উল্লেখ্য, আরবি মাস সফর থেকে রমজান পর্যন্ত ওমরা মৌসুম।