গ্রামীন ব্যাংক নিয়ে ছিনিমিনি চলবে না-ইউনুস

ডেস্ক রিপোর্ট
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গ্রামীন ব্যাংক নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। গ্রামীণ ব্যাংক কেউ ছিনিয়ে নিতে পারবে না। শুক্রবার সকালে
রাজধানীর একটি হোটেলে ‘সামাজিক ব্যবসা’ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। গ্রামীণ ব্যাংকের নির্বাচিত নয় নারী পরিচালককে উদ্দেশ্ করে ড. ইউনূস বলেন, আপনাদের ব্যাংক কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমরা আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। পাশে আছি থাকব। অর্থমন্ত্রী বলেন, ‘শুরু থেকেই গ্রামীণ ব্যাংকের কোনো নিয়ন্ত্রক সংস্থা (রেগুলেটরি বডি) নেই। তারা বাংলাদেশ ব্যাংকের অধীনে নয়, আবার এমআরএ’র অধীনেও নয়। উল্লেখ্য, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ব্যাংক কিংবা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) অধীনে গ্রামীণ ব্যাংককে তার কার্যক্রম পরিচালনা করতে হবে। গ্রামীণ ব্যাংককে  অবশ্যই একটি নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে নিয়ে আসা হবে।