আগামী নির্বাচনে প্রার্থী হবেন জয়

রংপুর: আগামী সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় অংশগ্রহণ করবেন। একথা জানিয়েছেন জেলা আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন। তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে জয় ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা
শুরু করে দিয়েছেন।’ এর আগে ওই আসন থেকে তার মা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছিলেন। সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর পীরগঞ্জ আগমন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন- রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক মোতাহার হোসেন মওলা, আওয়ামী লীগ নেত্রী রোজি রহমান, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি আরশাদ হারুরসহ ১৪ দলীয় জোটের রংপুরের শীর্ষ নেতারা।
রংপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন এ প্রসঙ্গে আরও জানান, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আগামী নির্বচনে অংশ নেবেন। ৩১ জুলাই পীরগঞ্জ সরকারি স্কুলমাঠের জনসভায় প্রধানমন্ত্রী জয়কে পরিচয় করে দেবেন বলে তিনি জানান।
‘দলের উচ্চ পর্যায় থেকে এমন কোনো আভাস পেয়েছেন কি?’ --তাকে এ প্রশ্ন করা হলে তিনি এ ব্যাপারে পরে জানাতে পারবেন বলে সাংবাদিকদের জানান। 
জেলা আদলীগ সাধারণ স¤পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু বলেন, ‘আগামী ৩১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হচ্ছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। জনসভা সফল করতে জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে পতাকা ওড়ানো গাড়িতে শুধু রাজাকার দেখা যাবে। আওয়ামী লীগ এদেশের যে উন্নয়ন করেছে বিগত চার দলীয় জোট সরকার তা করেনি।’
জয় আগামীতে রংপুর-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন যে কেউ চাইলেই পায় না। কিন্তু আমরা চাই, এ অঞ্চলের মানুষ চায়, সারা দেশের মানুষ চায় জয় নির্বাচনে অংশগ্রহণ করুন এবং সেটি রংপুর-৬ আসনে। আশা করি তিনি মনোনয়ন পাবেন।’
তিনি বলেন, ‘জয় ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। অবশ্যই তিনি আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করবেন।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন