টেকনাফে মাদ্রাসা ও ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি বদি

মাহফুজ: বাইতুশ শরফ রিয়াদুল জান্নাহ দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবন ও ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্রের অনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ২৩ জুলাই সকাল ১১ টায় গোদারবিল মাদ্রাসা মিলনায়তনে আওয়ামীলীগ নেতা হাফেজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন -
টেকনাফ -উখিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি সিআইপি। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার শাহ মোজাহিদ উদ্দীন।  এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম। টেকনাফ সদর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য জহির আহমদ, ইউপি সদস্য আবু ছৈয়দ, মাদ্রাসার সুপার মাওঃ আলহাজ্ব আমির আহমদ, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম,আবদুল জলিল, কুতুব উদ্দিন, জাকারিয়া, জাফর ইকবাল, নাজিম উদ্দীন প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন- মাদ্রাসার সুপার মাওঃ আলহাজ্ব আমির আহমদ। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ১কোটি ৭৫ লক্ষ টাকা বরাদ্ধে বহুতল  ভবন নির্মাণের ঠিকদার হচ্ছে- মোঃ ইসমাইল চৌধুরী। ঠিকাদার মোঃ ইসমাইল চৌধুরী পিআইও জহিরুল ইসলাম তাদের বক্তব্য আগামী ৬ মাসের মধ্যে গুণগত মান বজায় রেখে সমাপ্ত করবেন বলে আশ্বাস দেন। অনুষ্ঠান মাদ্রাসার শিক্ষক সভা পরিচালনা আবুল হোসেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন