
সারা বছরের পাপ মোচন, গোনাহ্্ খাতা ও কালিমার লেপন থেকে কায়মনবাক্যে মহান সৃষ্টিকর্তার সমীপে করজোড়ে প্রার্থনা করার জন্য বান্দাদের প্রতি মেহেরবান খোদার দোয়া বিশেষ এই রজনী শবেবরাত’ বা লাইলাতুল বরাত।
এর প্রথম প্রহর মাগরিবের সাথে সাথেই শুরু হয়ে যায়। এ বছর ২৩ জুন রোববার দিবাগত রাতে হবে শবেবরাত। নিউইয়র্কের বিভিন্ন মসজিদে এই উপলক্ষে আয়োজন করা হবে ওয়াজ মাহফিল। রোববার পড়ায় বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই তাদের সাংস্কৃতিকসহ অন্যান্য অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করেছে। আর যারা এখনও করেননি তাদের প্রতি জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টার অনুরোধ করেছেন,যেন তারাও যে সেসব পরিবর্তন করে পবিত্র রাতটির প্রতি সম্মান প্রদর্শন করেন। ঐ দিন রাত ২:৩০ মি: গোনাহ মাফীর নামাজ সালাতুততজবীহ অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টারে। ইমাম কাজী কাইয়্যুম সালাতে শরীক হবার দাওয়াত দিয়েছেন।
এদিকে উডসাইডের আহলে বায়াত কেন্দ্রিয় মসজিদে এবং ওজনপার্ক আহলে বায়াত মসজিদে পবিত্র শবে বরাত উপলক্ষে ২৩ জুন রোববার সন্ধ্যায় বিশেষ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। প্রবাসীদের উক্ত মাহফিলে উপস্থিত হতে আমন্ত্রণ জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন