উখিয়া ষ্টেশন মসজিদটি প্রতিহিংসার আগুনে জ্বলছে

মলমূত্রের দূর্গন্ধে পরিবেশ ভারী হয়ে উঠছে

কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়া ষ্টেশন জামে মসজিদ নিয়ে স্থানীয় একটি প্রতিহিংসা পরায়ন ষড়যন্ত্র মহল তৎপর হয়ে উঠেছে। মসজিদ ফান্ডের অর্থ নিয়ে ব্যবসা করার ও অভিযোগ উঠেছে জনৈক খতিবের বিরুদ্ধে। মসজিদ মার্কেটের প্রভাবশালী ব্যবসায়ী হাছান সওদাগরের মাধ্যমে ফান্ডের অর্থ দিয়ে এ ব্যবসা চালাচ্ছে দেদারছে। গত ৫/৬ মাস পূর্বে চট্টগ্রামের বাসিন্দা জনৈক খতিব মসজিদ পরিচালনা কমিটির প্রতিহিংসা পরায়ন ষড়যন্ত্রকারী মালভিটা
গ্রামের কতিপয় সদস্য এই খতিবের মাধ্যমে মসজিদের টাকা দিয়ে গাড়ীর ব্যবসা সহ নানা ধরণের কাজে এ অর্থ ব্যবহার করে আসছে। এ নিয়ে স্থানীয় সচেতন মহল ও মুসল্লীদের মাঝে ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে। এ ছাড়া এ মসজিদের সাবেক খতিব হাফেজ রাহমত উল্লাহকে ষড়যন্ত্র করে সরিয়ে দিয়ে চট্টগ্রাম থেকে তাদের আত্মীয় নিয়ে এসে নতুন খতিবকে নিয়োগ দেওয়া হয়। শুধু মাত্র মসজিদ ফান্ডের জমাকৃত অর্থ দিয়ে গাড়ীর ব্যবসা ও হাছান সওদাগরকে দিয়ে অন্যান্য ব্যবসা পরিচালনা করার উদ্দেশ্যে অত্যন্ত সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে পরিচালনা কমিটির সদস্যরা এ কাজটি চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে পুরাতন খতিবকে মসজিদ থেকে বাদ দেওয়া হয়। তাছাড়া বর্তমানে উক্ত মসজিদের টয়লেট ও পশ্রাব খানায় ব্যাপক মলমূত্র ত্যাগ করার ফলে মসজিদের চারপাশে দূর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মসজিদের অভ্যন্তরে প্রথম কাতারে নামাজ পড়–য়ারা এ দূর্গন্ধের কবলে পড়ছে। এমন দূর্গন্ধের কারণে রোজাদার ও মুসল্লীদের কলিজা বের হয়ে যাওয়ার অবস্থার সৃষ্টি হয়েছে। উক্ত মসজিদের মলমূত্র ত্যাগ ও নির্গমনের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে মসজিদের চারদিক দূর্গন্ধময় হয়ে উঠবে। স্থানীয় মুসল্লীরা জানান, উখিয়া ষ্টেশনের এ গুরুত্বপূর্ণ ইবাদতের জায়গাটি যদি এভাবে ষড়যন্ত্রকারীদের কারনে ধ্বংস হয়ে যাবে। মসজিদ কমিটির ব্যবসায়িক মানসিকতা পরিহার করে মুসল্লীদের গণস্বার্থে মসজিদটির এ অবস্থার নিরসন হওয়া দরকার বলে বাংলাদেশ মানবধিকার কাউন্সিল উখিয়া উপজেলা শাখার সভাপতি ছৈয়দুজ্জামান জানিয়েছেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন