চকরিয়া পাহাড়ে বিট্রিশ আমলের সেনা স্থাপনার সন্ধান

বাঙ্কারের ভেতর গোলা-বারুদ থাকার ধারণা

চকরিয়া প্রতিনিধি: চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গভীর অরণ্যে ব্রিটিশ সেনাবাহিনীর একটি বাঙ্কারের সন্ধান মিলেছে বাঙ্কারের ভেতরে গোলাবারুদ থাকার ধারণা করছেন সংশ্লিষ্টরা গতকাল রবিবার স্থানীয় কাঠুরিয়ারা লাকড়ির জন্য জঙ্গল পরিষ্কার করার সময় ওই স্থাপনাটি দেখে স্থানীয় সেনা ক্যা¤েপ খবর দেয় কৌতুহলী মানুষ সেখানে ভিড় করছে
প্রায় ৭০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনারা শত্র মোকাবেলার জন্যে বাঙ্কারটি তৈরি করেছিল বলে ধারণা করা হচ্ছেসংশ্লিষ্টদের ধারণা, পাথর দিয়ে ওই বাঙ্কারটির আয়তন প্রায় ৩০০মিটার এটি খনন করা হলে আসল রহস্য জানা যাবে  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চকরিয়া বিমান বন্দরকে কেন্দ্র করে এর আশেপাশে ব্রিটিশদের কৌশলগত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল এই  বাঙ্কারটিও ওই সময় নির্মাণ করা হয়েছে
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়য়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় সেনা ক্যা¤ থেকে তাকে ঘটনাটি জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে তদন্ত করেন
তিনি বলেন, প্রাথমিক তদন্তে ওই বাঙ্কারটি বিট্রিশ আমলে দ্বিতীয় যুদ্ধের সময় সেনাবাহিনী ঘাঁটি হিসেবে ব্যবহার করতো বলে ধারণা করা হচ্ছে পরে ঘাঁটির অংশ বিশেষ পাহাড়ে বেড়ে উঠা ঝোপ-জঙ্গল গাছের নিচে ঢাকা পড়ে যায়

স্থানীয় লোকজন জানান, বিট্রিশ আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনী এটিকে ঘাটি হিসেবে ব্যবহার করতো জাপানী বিমান বাহিনী এই অঞ্চলে অসংখ্য বোমা শেল ফেলেছিল স্থানীয়দের ধারণা, ওই বাঙ্কারে পরিত্যক্ত গোলা-বারুদ থাকতে পারে বিষয়ে সেনাবাহিনীর ফাঁসিয়াখালী ৬৫ পদাতিক ডিভিশনের (ব্রিগেড) মেজর জি.এম শামশুজ্জামান সাংবাদিকদের বলেন, ঘটনাটি তিনি শুনেছেন তবে সেটি আসলে কী তা সেখানে না গিয়ে বলা যায় না ওই এলাকা পরিদর্শন করে বিষয়টি ঘাটন করা হবে বলে জানান তিনি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন