সংসদে লবন আমদানী নিষিদ্ধের দাবি এমপি কমলের

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৫ম ও ৬ষ্ট দিনে লবন আমদানি নিষিদ্ধকরণ ও কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীকরণের উপর দাবী জানিয়ে পৃথক পৃথকভাবে বক্তব্য রেখেছেন কক্সবাজার-৩ আসনের এমপি সাইমুম সরওয়ার কমল। তিনি সংসদের প্রথম অধিবেশনের ৫ম দিনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, বাংলাদেশের শতকরা ৯৯ভাগ লবন কক্সবাজার জেলায় উৎপাদন হয়। তৎমধ্যে প্রায় অর্ধেকভাগ লবন কক্সবাজারের সদর উপজেলায় উৎপাদন হয়। বিদেশ থেকে লবন আমদানীর ফলে কক্সবাজারের লবন চাষিরা লবনের কাঙ্খিতমূল্য থেকে বঞ্চিত হচ্ছে, পাশাপাশি অপার সম্ভাবনাময় এ শিল্প বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। লবন শিল্পের উপর তার গঠন মূলক বক্তব্য শুনে শিল্পমন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরত্বের সাথে দেখবেন বলে জানান।

মঙ্গলবার অধিবেশনের ৬ষ্ট দিনে তিনি কক্সবাজার শহরের ১৫বছরের পুরোনো পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরনের দাবী জানিয়ে বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, কক্সবাজার বিশ্বের ভ্রমনপিপাসু পর্যটকদের জন্য একটি আদর্শ স্থান। কক্সবাজরকে ঢেলে সাজানো হলে কক্সবাজার সমুদ্র সৈকত হবে বিশ্বের স্বপ্নীল পর্যটন নগরী, সমুদ্র সৈকতের পাশাপাশি কক্সবাজারের যোগাযোগ, বিশেষ করে রাস্তা ঘাটের উন্নয়ন,সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, পরিস্কার পরিছন্নতা ইত্যাদির উন্নয়ন নিশ্চিত হলে দেশ বিদেশের পর্যটরা কক্সবাজারে এসে স্বাচ্ছন্দবোধ করবে। এতে করে পর্যটন শিল্পের বিকাশ হবে। পাশাপাশি রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে বহুগুনে। আর এ জন্য অবিলম্বে তিনি কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরনের জন্য জোর দাবী জানান।
তার যৌক্তিক দাবী উপস্থাপনে সংসদে উপস্থিত সসদ্যরা করতালি দিয়ে এমপি কমলকে স্বাগত জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন