হোটেল কক্স টুডে থেকে ফ্রান্সের নারী পর্যটক উধাও : পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের বক্তব্যে ধুম্রজাল

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের সাগরপাড়ের হোটেল দি কক্স-টুডে থেকে ফ্রান্সের নাগরিক মিসেস বাবুউ (২৫) নামের এক নারী পর্যটক নিখোঁজ হয়েছে। গত শনিবার দুপুর থেকে তাকে হোটেল কক্ষে পাওয়া যাচ্ছেনা বলে জানান হোটেল দি কক্স-টুডে এর ফ্রন্ট ডেক্স অফিসার আবু তালেব শাহ। দু’দিন ধরে নিখোঁজ থাকা এ বিদেশী নারী পর্যটকের বিষয়ে পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের বক্তব্য নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। এমনকি গতকাল বিকালে অনুসন্ধানের পর ওই পর্যটকের গাইড পরিচয়দানকারী নয়ন নামের যুবকটিও আত্মগোপন করেছে। তার মোবাইল ফোনও বন্ধ করে রাখা হয়েছে।
এছাড়া ওই হোটেলের অভ্যন্তরে অপকর্মের নানা কাহিনীও বেরিয়ে আসছে। এ নিয়ে নানা রহস্যের সৃষ্টি হয়েছে।
হোটেল দি কক্স-টুডে এর ফ্রন্ট ডেক্স অফিসার আবু তালেব শাহ বলেন, ‘ফ্রান্সের নাগরিক মিসেস বাবুউ (২৫) ২১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হোটেল কক্ষ বুকিং নিয়ে হোটেলে উঠেন। তার পক্ষে হোটেল কক্ষ বুকিং দেন কক্সবাজার শহরের বাসিন্দা নয়ন। গত শনিবার দুপুর থেকে হঠাৎ করে ওই পর্যটকের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। পুলিশ কক্ষ তল্লাশী করে কয়েকটি পোশাক ছাড়া আর কিছুই পায়নি। কক্ষ বুকিং দেয়া নয়নের সাথে পুলিশ ও আমাদের মোবাইল ফোনে কথা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ওই পর্যটকের কোন হদিস পাওয়া যায়নি।’
তিনি আরো বলেন, ‘গেল মাসে ওই নারী দুই দিন এই হোটেলে ছিল। তার শারীরিক গঠন দেখে তাকে সার্ফার বলেও মনে হয়না।’
নয়নের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি হোটেলের পরিচালক সাখায়াত হোসেনের সাথে কথা বলতে অনুরোধ করেন। যোগাযোগ করা হলে সাখাওয়াত হোসেন বলেন, ‘অনেকেই হোটেল কক্ষ বুকিং দেয়। নয়ন শুটকী ব্যবসায়ী বলে জানি। তবে তার বিস্তারিত পরিচয় জানিনা। পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে সব কিছুই অবহিত করা হয়েছে।’
কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান বলেন, ‘ডায়েরী তদন্তে হোটেল কক্ষে গিয়ে কয়েকটি পোশাক ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। নয়নের বিষয়ে হোটেল কর্তৃপক্ষই যোগাযোগ রাখছে। তবে এখনো পর্যন্ত ওই পর্যটকের খোঁজ পাওয়া যায়নি।’
সার্ফিং বাংলাদেশের সভাপতি জাফর আলম বলেন, ‘ফ্রান্স থেকে অনেক সার্ফার কক্সবাজারে আসেন। এখনও বিদেশী অনেক সার্ফার কক্সবাজার অবস্থান করছে। কিন্তু বাবুউ নামের কোন সার্ফার নেই। এছাড়া দুই দিন ধরে কোন সার্ফার বা বিদেশী নিখোঁজ আছে এমনটিও আমার জানা নেই।’
এদিকে গতকাল বিকালে নিখোঁজ ওই নারী পর্যটকের বিষয়ে খোঁজ নিতে গেলে হোটেল কর্তৃপক্ষ ও পুলিশের বক্তব্যে গরমিল পাওয়া যায়। হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ প্রথমে নয়নের সাথে কথা বলার বিষয়টি নিশ্চিত করলেও পরে কোন কথা হয়নি বলে দাবী করে। এমনকি নয়নের বিষয়েও বিস্তারিত কিছুই জানে না বলে দাবী করে। এর পর থেকেই নয়নের মোবাইল ফোনও বন্ধ রাখা হয়। এর উপর গত দুই দিন ধরে বিদেশী একজন নারী পর্যটক নিখোঁজ থাকলেও হোটেল কর্তৃপক্ষ এবং পুলিশের নীরবতার বিষয়টিও নানা প্রশ্নের সৃষ্টি করেছে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘দুই দিন ধরেই বিভিন্ন ভাবে ওই নারী পর্যটকের খোঁজ নেয়ার চেষ্টা করা হয়েছে। এখন নয়নকে ধরার চেষ্টা চলছে।’
থানা সূত্রে জানা যায়, নিখোঁজ পর্যটকের পাসপোর্ট নাম্বার (08AF 53857)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন