এরশাদ আওয়ামী লীগের আজ্ঞাবহ দাস: হেফাজত

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে আওয়ামী লীগের ‘আজ্ঞাবহ দাস’ হিসেবে আখ্যায়িত করেছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার সংগঠনের ঢাকা মহানগর শাখার এক বিবৃতিতে এ কথা বলা হয়। গত রোববার চট্টগ্রামের হাটহাজারীতে আহমদ শফীর সঙ্গে দেখা করে তার দোয়া নিয়ে এরশাদ জানিয়েছিলেন, ধর্মভিত্তিক দলগুলো নিয়ে জোট করবেন। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকবেন না বরং সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবেন। এর একদিন পরই তিনি সর্বদলীয় সরকারে যোগদান ও নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন। এরশাদের এ অবস্থান বদলে ক্ষুব্ধ হেফাজত। বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার চরম সুবিধাবাদী স্বৈরাচারী এরশাদকে ১৮০ ডিগ্রি কোণে ঘুরিয়ে নিজেদের আজ্ঞাবহ দাসে পরিণত করেছে।
নিজের স্বার্থ হাসিলে প্রতারণার আশ্রয় নিয়ে এরশাদ জাতির কাছে নিন্দা ও ধিক্কারের পাত্র হয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়, এরশাদ তার প্রতারণার কাজে হেফাজতকে ব্যবহারের চেষ্টা করেছিলেন। প্রতারণার আশ্রয় নিয়ে শাহ আহমদ শফীর দোয়া নেয়ার চেষ্টা করেছিলেন। বিবৃতিদাতারা হলেন- হেফাজতের নায়েবে আমির ও ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী, সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসূফী, মাওলানা মাহফুজুল হক, মুফতি তৈয়্যব, মাওলানা আবুল হাসানাত আমিনী প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন