টেকনাফে নিখোঁজ ১১ জেলের মধ্যে ৫ জেলে নোয়াখালী থেকে জীবিত উদ্বার

সাইফুল ইসলাম চৌধুরী

টেকনাফ নিখোঁজ ১১ জেলের মধ্যে ৫ জন জেলেকে গতকাল ২৯ মে সকালে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা এলাকা থেকে জীবিত উদ্বার করা হয়েছে । বঙ্গোপসাগরে বৃষ্টির কবলে পড়ে উপজেলার উপকুলীয় এলাকা বাহারছড়া ও সদর ইউনিয়নে গত মঙ্গলবার রাতে ১৫ জন মাঝি-মাল্লাাসহ তিনটি মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকাডুবির  ঘটনা ঘটে ।
এ ঘটনায় ৪ জেলে কুলে ফিরে আসলেও এখনো পর্যন্ত ১১ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে নৌকার মালিকেরা জানায়। নৌকার মালিক বাহারছড়া জাহাজপুরার এলাকার আবদুল মালেক , শেখ আহাম্মদ, ও হাবিরছড়া এলাকার বাসিন্দা নূর আহাম্মদ জানান, প্রতিটি ইঞ্জিনচালিত নৌকায় পাঁচজন করে মাঝি-মাল্লা সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ো হাওয়ার কবলে পড়ে মাঝি-মাল্লাসহ তিনটি নৌকা ডুবে যায়। পরে ভোররাতে নূর আহাম্মদের মালিকানাধীন নৌকার ৪ জেলে সাঁতরে কূলে ফিরে আসলেও ১১ জেলেসহ নৌকা তিনটি নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেরা হলেন বাহারছড়ার জাহাজপুরা গ্রামের নুরুল আলম, সৈয়দ আলম, আবদুল মালেক, আতাউল্লাহ, আবদুল্লাহ, সাইফ উল্লাহ, রহমত উল্লাহ, করিম উল্লাহ, ছলিম উল্লাহ, সফি উল্লাহ ও শাহ আলম। অবশেষে নিখোঁজ ১১ জন জেলের মধ্যে গতকাল ২৯ মে সকালে ৫ জনকে নোয়াখালীর হাতিয়া উপজেলার জেলারা উদ্বার করেছে খবর পাওয়া গেছে । উদ্বার হওয়া ব্যক্তিরা হল,নুরুল আলম,ছৈয়দ আলম,আব্দু মালেক,আতাউল্লাহ ও আবদুল্লাহ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন