এম. রায়হান চৌধুরীঃ চকরিয়া পৌরসভার মগবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩টি দোকানঘর পুড়ে দেড় লক্ষাধিক হয়েছে। বুধবার ১০ জুলাই বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসি ও দমকল বাহিনী সুত্রে জানায়,
বেলা ১টার দিকে পৌরসভার মগবাজারে অবস্থিত আবদুল হাফিজের দোকানে আগুন লাগে। খবর পেয়ে চকরিয়ার দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে ৩টি দোকানঘর পুড়ে গেছে। আগুনের সুত্রপাত সম্পর্কে কেউ সঠিক তথ্য জানাতে পারেনি। তবে যে দোকানে চুলা ছিল সেই দোকান থেকে আগুন সূত্রপাত হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।