মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া নামক গ্রামে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই শাহনেওয়াজ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ১২ জুলাই রাত ১০টার সময় স্থানীয় মৃত ছব্বির আহমদের
পুত্র আব্দু শুক্কুর (৩৫)কে দক্ষিণ ঝাপুয়া এলাকা থেকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আব্দু শুক্কুরকে নিয়ে ডাকাতের আস্তানায় অভিযান চালায়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি সাড়ে ৫০ ইঞ্চি লম্বা বন্দুক ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেন। থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আব্দু শুক্কুরের বিরুদ্ধে মহেশখালী থানায় ১৭টি মামলা রয়েছে। ১৭টি মামলার মধ্যে ৬টি হত্যা মামলা, ৫টি চাঁদাবাজী ও ৬টি ডাকাতি ও নারী মামলা রয়েছে। আব্দু শুক্কুরের গ্রেফতার ব্যাপারে এস.আই শাহনেওয়াজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- গ্রেফতারকৃত আব্দু শুক্কুরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।
ছবি ক্যাপশন ঃ ইনসেটে উদ্ধার হওয়া অস্ত্র সহ ডাকাত আব্দু শুক্কুর