নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর খালেদুজ্জামান বাহার আর নেই। তিনি গত মঙ্গলবার সকাল ৮ টায় শহরের বাজারঘাটায় অবস্থিত তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
ইন্নালিল্লাহি.... রাজিউন। মৃত্যুকালে প্রফেসর খালেদুজ্জামান বাহার এর বয়স হয়েছিল প্রায় ৫৮ বছর। মা, বোন ও দুই পুত্র, শিক্ষার্থীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
জানা গেছে, মৃত্যুর আগে খালেদুজ্জামান বাহার লিবিয়া সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অধ্যাপনা করেছেন। গতকাল বাদে আছর কক্সবাজার বায়তুশ শরফ মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে বইল্যাপাড়াস্থ কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে দৈনিক কক্সবাজারবাণী পরিবারসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন