ভিশন-২০২১ নিয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত

সরকারের সাফল্যের ৪ বছর “দিন বদলের সনদ ঃ ভিশন-২০২১ অর্জন” শীর্ষক গণযোগাযোগ অধিদপ্তরের বিশেষ প্রচারাভিযানের আওতায় আজ ৯ জুন ২০১৩ খ্রি. রবিবার সকাল ১০.৩০ কক্সবাজার
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিসের উদ্যোগে এক আলোচনা সভা, উদ্বুদ্ধকরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সুযোগ্য জেলা প্রশাসক রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট এ.কে আহম্মদ হোসেন, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, কক্সবাজার জেলা ও নইমুল হক চৌধুরী টুটুল, সভাপতি, জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ), কক্সবাজার। সভাপতিত্ব করেন কাজি মোঃ আবদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, কক্সবাজার সদর। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আহসান কবীর। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মোঃ শাহজাহান আলী, সহকারী কমিশনার(ভূমি), রিটন কুমার বড়–য়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মনিরুল আলম চৌধুরী, সভাপতি উপজেলা আওয়ামী লীগ, নাসিমা আক্তার বকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রমুখ। অনুষ্ঠান শেষে সরকারের সাফল্যের ৪ বছর নিয়ে ডকুমেন্টারী প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।- বিজ্ঞপ্তি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন