তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী হিসাবে গড়ে তুলা হবে -শাহজাহান চৌধুরী
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ইউএসএআইডি এবং ইউকেএইড পরিচালিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর কারিগরী সহযোগিতায় আয়োজিত তৃণমূল
প্রতিনিধি সম্মেলন-২০১৩ শনিবার ০৮ জুন হোটেল সী-প্যালেস এর বলরুমে সকাল ১০ টায় জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ওলামা দলের সহ-সভাপতি মৌলানা ডাঃ সিরাজুল মোস্তফা নুরী। জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনে উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন যথাক্রমে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না। সম্মেলনের দিক নিদের্শনা মূলক বক্তব্য উপস্থাপন করেন- ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম বিভাগের রিজিওনাল কো-অর্ডিনেটর সদরুল আমিন। উক্ত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা ২৫টি গ্র“পে বিভক্ত হয়ে নির্বাচনী ইস্তেহার তৈরি, কার্যকর নির্বাচনী প্রচারাভিযান, পরবর্তী নির্বাচনে প্রথম ভোটারদের গুরুত্ব, রাজনৈতিক দলে নারীদের অন্তর্ভূক্ত করা এবং নতুন সদস্য সংগ্রহের জন্য সাংগঠনিক প্রক্রিয়া এই সব বিষয়ের উপর গণতান্ত্রিক উপায়ে পর্যালোচনা ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন। তৃণমূল পর্যায়ে আলোচনাকৃত উক্ত গুরুত্বপূর্ণ বিষয়ের সুপারিশমালা দলের কেন্দ্রীয় কমিটিতে শীঘ্রই পেশ করা হবে। সমাপনী বক্তব্যে সম্মেলনের সভাপতি শাহজাহান চৌধুরী বলেন- বর্তমান বিশ্বায়নের যুগে রাজনৈতিক বিকাশ তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং আদর্শিক শিক্ষা গ্রহণ ছাড়া সম্ভব নয়। তাই প্রশিক্ষিত ও সাংগঠনিক দক্ষতা সম্পন্ন নেতাকর্মী গড়ে তুলতে এই ধরনের বিষয় ভিত্তিক সম্মেলন অত্যন্ত গুরুত্ব বহন করে। এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করে গ্রাম পর্যায়ে এই শিক্ষা নেতাকর্মীদের কাজে লাগানোর আহবান জানান। তিনি আরো বলেন-তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে আগামী দিনে আরো দক্ষ কর্মী হিসাবে গড়ে তুলা হবে। উক্ত সম্মেলনে জেলা বিএনপির নির্বাহী কমিটি, ৭১ প্রশাসনিক ইউনিয়ন, ৮ উপজেলা, ৪ পৌরসভা ও জেলা অঙ্গ সংগঠনের ৩০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী আমন্ত্রিত প্রতিনিধিদের অভ্যর্থনা জানান জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন