ঈদগড়ে রোহিঙ্গারা জড়িয়ে পড়ছে হত্যাকান্ডে

ইব্রাহীম খলিল
কক্সবাজার রামু উপজেলার ঈদগড়ে দলে দলে রোহিঙ্গারা ঢুকে পড়ছে। গত ১-২ জুন সরেজমিন পরিদর্শনে গেলে দেখা যায়,পাহাড়ী এলাকা চরপাড়া, ঘিলাতলী,বার্মা পাড়া, তৈলখলা,নয়াপাড়া, সেঞ্চুরী পাড়া, চাইল্যাতলী এলাকায় হাজারো রোহিঙ্গা এসে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
রোহিঙ্গারা বিভিন্ন কৌশল অবলম্বন করে মিয়ানমার থেকে পালিয়ে এসে ইউনিয়নের বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে। ঈদগড় চরপাড়ায় এবং চাইল্লাতলী এলাকায় এক পরিবারের মধ্যে পাটিশন দিয়ে ৩/৪পরিবার বসবাস করছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গারা বিভিন্ন কৌশলে ঈদগড়ে এসে আশ্রয় নিয়ে চুরি, ডাকাতি, হত্যা, গুম এবং পতিতাবৃত্তি সহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। স্থানীয় দিন মজুরেরা এই প্রতিনিধিকে জানায়, রোহিঙ্গাদের অস্বাভাবিক আগমনের ফলে স্থানীয়রা কাজ পাচ্ছেনা। তারা কমদামে শ্রম বিক্রি করার কারণে স্থানীয় দিন মজুরেরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। এছাড়া রোহিঙ্গারা এলাকায় আশ্রয় নিয়ে এলাকার বন ভূমির জায়গা দখল,বনের গাছ কর্তন, পাহাড়ের মাটি কাটা থেকে শুরু করে এলাকায় চুরি, ডাকাতি, হত্যা, ছিনতাই সহ নানা অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। সচেতন মহলের অভিযোগ রোহিঙ্গাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের শাস্তির বদলে জামাই আদরে রাখে এলাকার প্রভাবশালীরা। ফলে এসব রোহিঙ্গারা দিন দিন বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। বিশেষ এক পরিসংখ্যানে জানা যায়, বতর্মানে ইউনিয়নে রোহিঙ্গার সংখ্যা ৬ হাজারেরও বেশি। ইউনিয়নের বন বিভাগের কতিপয় লোকজনকে ম্যানেজ করে বনভূমির জায়গা দখলে ব্যস্ত এই সব রোহিঙ্গারা। এলাকার বন ভূমির জায়গায় প্রতিদিন ৪/৫টি বসত বাড়ী গড়ে তুলছে ভিলেজার এবং হ্যাডম্যানদের সহযোগীতায় রোহিঙ্গারা। ফলে দিন দিন বনাঞ্চল কমে যাচ্ছে। এলাকাবাসী রোহিঙ্গা গ্রেফতারের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামন করছেন। উল্লেখ্য যে, বিগত ১০ বছর ধরে রোহিঙ্গাদের হাতে প্রায় ১’শ জনেরও উর্ধে সাধারণ জনগণকে নানা ভাবে প্রাণ হারাতে হয়েছে। সর্ব শেষ ৩১ মে ঈদগড় চাইল্যাতলী এলাকায় সংঘবদ্ধ স্বশস্ত্র রোহিঙ্গাদের হাতে নির্মম ভাবে খুন হয় ঈদগড় কুনার পাড়া বুড়িগ্যার শিয়া এলাকার মৃত আবু ছৈয়দের পুত্র নুরুল আজিম। এ ব্যাপারে ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদ নেতৃবৃন্দরা রোহিঙ্গাদের গ্রেফতারে জরুরী ভিত্তিতে অভিযান পরিচালনা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন