নারীলতা একটি নগ্ন ফুলের নাম! নারীদের মত দেখতে মনে হয় বলে এ ফুলের নাম দেয়া হয়েছে নারীলতা ফুল। পৃথিবীতে অনেক ফুলের নাম শুনছি এবং দেখছি। কিন্তু এমন একটি ফুল কি কেউ কখনও দেখেছেন? ফুলটি দেখলে অনেকেরই হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে। তবে বাস্তবেই এমন ধরনের ফুলের অস্তিত্ব আছে পৃথিবীতে। এটা বেশি দূরে নয়। আমাদেরই প্রতিবেশী দেশ ভারতেই সন্ধান মিলছে এমন একটি ফুল গাছ। হিমালয় পর্বতের সারি সারি পাহাড়ের পাশেই এদের জন্ম। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন