কক্সবাজারবাণী সেমিফাইনালেঃ হিমছড়ির বিদায়

এম.আর মাহবুব, ক্রিড়া প্রতিবেদক
সর্বশেষ কোয়ার্টার ফাইনালেও জয় পেয়েছে দৈনিক কক্সবাজার বাণী একাদশ। কক্সবাজার কক্সবাজার ক্রীড়া সাংবাদিক সমিতি আয়োজিত মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল অনুষ্ঠিত এই খেলাটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও উভয় পত্রিকার সম্পাদক যথাক্রমে দৈনিক হিমছড়ির শামসুল হক শারেক, কক্সবাজারবাণীর সম্পাদক ফরিদুল মোস্তফা খান ও প্রধান সম্পাদক আতাহার ইকবালসহ সংশ্লিষ্টরা ছিলেন অত্যন্ত সৌহার্দপূর্ণ। ২১ জানুয়ারি বিকেলে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দৈনিক কক্সবাজারবাণী ১-০ গোলে দৈনিক হিমছড়ি ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। ম্যাচের ১৯ মিনিটে জটলা থেকে ৪২ নম্বর জার্সিধারী ইদ্রিস জয়সুচক গোলটি করেন। 

এদিকে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ম্যাচ শুরুর সাথে সাথে দু'দলের ফুটবলাররা এসে অপরের ডি-বক্সে আক্রমণ শানায়। তবে জোরালো আক্রমণ বলতে যা বুঝার তা দৈনিক কক্সবাজারবাণীই বেশি দেখিয়েছে। প্রথমার্ধের ১৯ মিনিটে ৪ নম্বর জার্সিধারী হেলাল একাই হিমছড়ির চার ডিফেন্ডারকে কাটিয়ে গোলবারের একেবারে কাছে অরক্ষিত ইদ্রিসের উদ্দেশ্যে বল ঠেলে দেন। আর ঠান্ডা মাথায় ইদ্রিস বলটি হিমছড়ির জালে প্লেস করে উল্লাসে ফেটে পড়েন। দ্বিতীয়ার্ধে দৈনিক হিমছড়ি সমতার সহজ সুযোগ পেলেও স্ট্রাইকারদের মিস মহড়ায় সহজ সুযোগ হারায়। এ জয় নিয়ে দৈনিক কক্সবাজারবাণী পৌঁছে গেছে কাঙ্খিত সেমিতে। আগামি ২৪ জানুয়ারি কক্সবাজারবাণী দ্বিতীয় সেমিফাইনালে রানিং চ্যাম্পিয়ন দৈনিক আজকের দেশবিদেশ এর বিরুদ্ধে খেলবে।


দু'দলের খেলোয়াড় তালিকা :


কক্সবাজারবাণী- এইচএম আবু ছিদ্দিক (অধিনায়ক), নুরুল আমিন হেলালী, জুয়েল চৌধুরী, নুরুল আমিন ছিদ্দিক, মোঃ কুতুব উদ্দিন, আবদুল করিম, আমিনুল ইসলাম, বিকাশ দে, কায়ছার পারভেজ চৌধুরী, মোঃ রুবেল, জাহাঙ্গীর আলম, এরশাদুল হক, হেলাল উদ্দিন, সাহাব উদ্দিন, এহসানুল হক, আবু নাছের, আমির হোছেন, ইদ্রিস।


দৈনিক হিমছড়ি- হুমায়ুন সিকদার, কায়ছার, জিয়াবুল, মাহবুব, আলা উদ্দিন, জিয়া, তারেক, রশিদ, নুরুল আজিম, রম্নবেল, ইসমাইল, সাঈদ, নিজাম, আনিস, নোমান, এএইচ সেলিম উল্লাহ।


রেফারী- সুধির বড়ুয়া ভুলু।


সহকারি- আলী হোসাইন, মাসুম, আবু সুফিয়ান।


আজকের খেলা- প্রথম সেমিফাইনাল দৈনিক রূপসী গ্রাম বনাম দৈনিক আপনকণ্ঠ।