ডেস্ক রিপোর্ট : আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের টিকেট বিক্রির রেকর্ড সৃষ্টি করেছে ব্রাজিল। অর সেই সাথে ছাড়িয়ে গেছে ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে টিকেট বিক্রির রেকর্ড। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক ফিফার বিবৃতি দিয়ে সংবাদ সংস্থা জিংহুয়া জানিয়েছে, ১০ অক্টোবর প্রাথমিকভাবে বন্ধ হয়ে টিকেট ক্রয় আবেদনের জন্য প্রায় ৮৮৯৩০৫ টি দরখাস্ত জমা পড়েছে। এর পূর্বের রেকর্ড ছিল ৬৫৩৫২১। ফিফার মতে, ১২ জুন থেকে ১৩ জুলাইয়ের এই ইভেন্টের জন্য প্রায় ৬ লক্ষেরও বেশি দরখাস্ত এসেছে।
আগামী সোমবার দ্বিতীয়বারের মতো এটি শুরু হবে, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। আগামী ৬ ডিসেম্বর বিশ্বকাপ ড্রয়ের সময় তৃতীয় দফায় দরখাস্ত আহ্বান করা হবে। ঢাকারিপোর্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন